ভালোবাসা
-"মামা, এই লালগোলাপটা দেন তো।" একসাথে বলে উঠলো মৌরি আর সায়ন। দোকানদার দুজনের দিকে তাকালেন। দুজনে একসাথে কথাটা বলেও অবাক হয়ে গেলো।  -"আমাকে দিন। আমি আগে বলেছি।" মৌরির অকপট বুলি। সায়ন তাতে ভেটো দিয়ে বললো, -"বললেই হলো আমি আগে পছন্দ করেছি।" -"সেটা আপনার সমস্যা।" দুজনের মাঝে তুমুল ঝগড়া বেঁধে গেলো মুহূর্তেই। দোকানদার চেয়েও থামাতে না পেরে ফুলটা অন্য জায়গায় বিক্রি করে দিলেন। দুজনেই ফুল না পাওয়ার...
8
2 Commentarii 0 Distribuiri