-"মামা, এই লালগোলাপটা দেন তো।"

একসাথে বলে উঠলো মৌরি আর সায়ন। দোকানদার দুজনের দিকে তাকালেন। দুজনে একসাথে কথাটা বলেও অবাক হয়ে গেলো। 

-"আমাকে দিন। আমি আগে বলেছি।"

মৌরির অকপট বুলি। সায়ন তাতে ভেটো দিয়ে বললো,

-"বললেই হলো আমি আগে পছন্দ করেছি।"

-"সেটা আপনার সমস্যা।"

দুজনের মাঝে তুমুল ঝগড়া বেঁধে গেলো মুহূর্তেই। দোকানদার চেয়েও থামাতে না পেরে ফুলটা অন্য জায়গায় বিক্রি করে দিলেন। দুজনেই ফুল না পাওয়ার দুঃখে মর্মাহত। দায়টা চাপালো একে অপরের ঘাড়ে। সেই শুরু। এরপরে সিনেমা হলে, পার্কে তাদের দু তিনবার সাক্ষাৎ। সেখানেও ঝগড়া। মৌরি বাসা থেকে বের হলে দোয়া দুরুদ পড়ে বেরোয় যেন সায়নের সাথে তার দেখা না হয়। কিন্তু হয়েই যায়। ঝগড়া থেকে একটা বন্ধন কখন সৃষ্টি হলো তারা নিজেও জানেনা। একসময় এমনও হয় সায়নের দেখা না পেলে মনঃক্ষুণ্ন হয় মৌরির। অবশেষে ঝগড়ার ধাপ পেরিয়ে দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক হয় দুজনের।পহেলা বসন্তে মন বিনিময়। অতঃপর বিয়ে। মৌরি মাঝে মাঝে ভাবে ভালোবাসা কত অদ্ভুত! হুট করে হয়ে যায়। তার রেশ কাটিয়ে তোলা দায়।

 

(সমাপ্ত)