7 Leadership Lessons from the GOAT Messi!
Posted 2023-05-17 12:26:40
1
454

লিওনেল মেসি - শুধুমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের একজনই নন, একজন অসাধারণ নেতা, যার দিকে তাকিয়ে রয়েছে শত কোটি দর্শক ৩৬ বছর পর বিশ্বকাপটি আর্জেন্টিনার ঘরে তোলা দেখতে।
চলুন, এই Greatest Of All Time লিজেন্ডের কাছ থেকে কিছু লিডারশীপ শিক্ষা নেই আজকে -
1. Leadership is Also a Dribble - একের পর এক ডিফেন্ডারকে ড্রিবল করে পাশ কাটিয়ে মেসি একাই খেলার গতিপ্রকৃতি বদলে দিতে পারেন। ২০২২ বিশ্বকাপের একাধিক ম্যাচেই আমরা এই ঘটনা দেখতে পেয়েছি।
একজন প্রকৃত নেতাকে অনেক সময় এভাবে একাই ফুল রেসপন্সিবিলিটি নিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে হয়।
2. Pass the Ball - ফুটবল এবং বিজনেস, দুইটাতেই টিম ইফোর্ট অপরিহার্য। মেসি যেমন নিজে ভাল খেলেন, তেমনি তার টিম মেটদেরকেও উপযুক্ত সময়ে বল পাস করেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম গোলটি তার বাড়িয়ে দেয়া পাসেই হয়েছিল।
একজন লিডার হিসেবে আপনাকে এভাবে নিজেও খেলতে হবে এবং delegation ও করতে হবে।
3. Stay Hungry - অসংখ্য গোল এবং অসংখ্য ট্রফি মেসির ভাল করার অদম্য ইচ্ছাটাকে নষ্ট করে দেয় নি। সেরাদেরকে ছাড়িয়ে সর্বশ্রেষ্ঠদের দলে নাম লেখানোর পরও তিনি একইভাবে আরো ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
4. Set Excellence as Standard - মেসি শুধুমাত্র জিতলেই সন্তুষ্ট না, he always strives for the best. তেমনি লিডার হিসেবে আপনাকে continously highest standard টা সেট করতে হবে।
5. Be Strategic - বিজনেস এবং ফুটবল দুই জায়গাতেই সঠিক স্ট্র্যাটেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেসি তার নিজের খেলা, দলের খেলা এবং প্রতিপক্ষের খেলা, সম্ভাব্য চাল পুংখানুপুংখরুপে এনালাইসিস করে, জানে, এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি সাজায়। নেদারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ প্রথম পেনাল্টি শট নেবার স্ট্র্যাটেজিক ডিসিশন এর মতো আরো অসংখ্য উদাহরণ আমরা মেসির কাছে দেখেছি।
6. Don’t be Scared of Changes - মেসি ক্যারিয়ারের শুরুতে দলে যে রোল পালন করতো, এখন আর সেই রোল পালন করে না। সময়ের প্রয়োজনে সে নিজেকে পরিবর্তন করে নিয়েছে।
যে সকল লিডাররা সময়ের সাথে নিজেকে এবং টিমকে পরিবর্তন করতে না পারে, তারাই হারিয়ে যায়।
7. Be Professional, Always - ক্যারিয়ারে একটি মূহুর্তের জন্যও মেসি তার প্রফেশনালিজম থেকে সরে আসে নি। মাঠে এবং মাঠের বাইরে, যত বাধা, সমালোচনা, আঘাত আসুক - মেসি শান্তভাবে প্রফেশনালি সেগুলোকে ডিল করে যাচ্ছে।
আমাদেরকে মনে রাখতে হবে, লিডারশীপ সাকসেস একটা কন্টিনিউয়াস প্রসেস। রাতারাত??? যেমন নেতা বনে যাওয়া যায় না, তেমনি একদিন সফল ভাবে নেতৃত্ব দিয়েই আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না।
“I start early and I stay late, day after day, year after year. It took me 17 years and 114 days to become an overnight success.” - Lionel Messi

Buscar
Categorías
- Art
- Causes
- Best Offers
- Crafts
- Dance
- Drinks
- Film
- Fitness
- Food
- Juegos
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
Read More
From Breakrooms to Boardrooms—Powering Your Business Starts Right Here
Electrical issues aren’t just inconvenient—they can halt productivity, create...
Google Ads vs Meta Ads: Which One Gives Better ROI in 2025?
In our current fast-speed digital advertising era, all brands are constantly looking for ways to...
Get Ready for Ultra Worldwide’s Exciting Debut in Asia
Get Ready for Ultra Worldwide’s Exciting Debut in Asia
Are you ready for the biggest...
MCMILLIAN COFFEE MORNING FUNDRASING
Morning I was looking through my photos and found the Mcmilliam Coffee Morning which I held and...
© 2025 Whatson Plus
Spanish
