থাপ্পড়!

0
624

ভারতে যখন ভোট-ফলাফল পরবর্তী উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই একটা ঘটনা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরপাক খেতে লাগল। থাপ্পড়!

শুক্রবার, কুলবিন্দর কৌর নামে এক মহিলা CISF কনস্টেবল চণ্ডীগড় বিমানবন্দরে বলিউড অভিনেতা ও নবনির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে "কৃষকদের অসম্মান" করার জন্য চড় মেরেছেন। আধাসামরিক নিরাপত্তা কর্মী কুলবিন্দর জানিয়েছেন; তিনি রানাউতের একটি পুরানো বক্তব্যের কারণে এ কাজ করেছেন।

২০২০ সালে মোদী সরকারের কৃষক বিরোধী নীতির কারণে লক্ষ লক্ষ কৃষক যখন আন্দোলনে নেমেছিল, তখন এই কঙ্গনা রানাউতই কৃষকদেরকে আতঙ্কবাদী, খালিস্তানি বলে অসম্মান করেছিল। দেশব্যাপী কৃষক আন্দোলনের সময়, রানাউত একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছিলেন যে এই কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে একজন বয়স্ক মহিলা সামিল হয়েছে।

কৃষক পরিবারে জন্ম, কুলবিন্দর বলেন, "যেখানে কৃষকরা ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে নেমেছিল, সেখানে কী কঙ্গনা ছিল? সেখানে আমার মা বসেছিল।"

দেশব্যাপী কৃষক আন্দোলনের সময়, রানাউতের মন্তব্য দেশবাসী তথা কৃষকদেরকে কতটা আঘাত করেছিল এই থাপ্পড় তার একটা প্রমাণ।

বিশিষ্টজনেরা এই ঘটনাকে আইন হাতে নেওয়ার অপরাধ হিসেবে দেখলেও, অনেকে আবার নিউটনের তৃতীয় গতিসূত্রের মতো 'সকল ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে' বলে দেখছেন। নিজের মায়ের ওপর আক্রমণ ও অসম্মানের প্রতিক্রিয়া ছিল কুলবিন্দরের এই থাপ্পড়।
কুলবিন্দরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার আইনের চোখে ঠিক হলেও আমাদের বেছে নিতে হবে আমরা কোনটা সমর্থন করবো, আইনকে নাকি কুলবিন্দরের অপমানের জবাবকে? কারণ, "You Can't be neutral. Staying neutral when a fire is raging, is standing with the ones who lit it."

Like
3
Search
Categories
Read More
Networking
CCNA Course
CCNA (Cisco Certified Network Associate) is a globally recognized certification that validates...
By Dharshu San 2025-06-20 12:47:44 0 357
Film
What will be the output?
#include <stdio.h> int main() {     int testInteger = 5;    ...
By Fatema Mim 2022-10-31 07:27:07 0 555
Film
The Ultimate Cabergoline Guide: Lowering Prolactin Levels
Cabergoline is a potent medication used to manage hyperprolactinemia, a condition characterized...
By Maria 2024-07-17 06:40:04 0 711
Whatson Plus https://whatson.plus