১৫ই আগস্ট; ইতিহাস এদিন থমকে দাঁড়ায়। নদী তার স্রোত হারায়। বনের পাখিরা নিস্তব্ধ হয়ে আরও নির্জনে চলে যায়। এদিন ভোরের সূর্য আরও রক্তিম হয়ে ওঠে। রাখালের বাঁশির সুরলহরি এদিন আরও করুণ হয়ে ওঠে।

এই দিন যে বঙ্গবন্ধুর হারানোর দিন। আর তাইতো আগস্ট মানেই জাতির দীর্ঘশ্বাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ওই হত্যাকাণ্ডের নির্মমতা পৃথিবীর যে কোনো হত্যাকাণ্ডকে হার মানায়। ঘটনার বর্ণনায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খুনিও আঁতকে উঠবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে সকল শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার

#studentjournalist
১৫ই আগস্ট; ইতিহাস এদিন থমকে দাঁড়ায়। নদী তার স্রোত হারায়। বনের পাখিরা নিস্তব্ধ হয়ে আরও নির্জনে চলে যায়। এদিন ভোরের সূর্য আরও রক্তিম হয়ে ওঠে। রাখালের বাঁশির সুরলহরি এদিন আরও করুণ হয়ে ওঠে। এই দিন যে বঙ্গবন্ধুর হারানোর দিন। আর তাইতো আগস্ট মানেই জাতির দীর্ঘশ্বাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ওই হত্যাকাণ্ডের নির্মমতা পৃথিবীর যে কোনো হত্যাকাণ্ডকে হার মানায়। ঘটনার বর্ণনায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট খুনিও আঁতকে উঠবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালির হাজার বছরের আরাধ্য পুরুষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে সকল শহিদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার #studentjournalist
10
0 Σχόλια 0 Μοιράστηκε