শায়ান চৌধুরী অর্ণব, বাংলাদেশের একজন গুণী সঙ্গীত শিল্পী। সবার কাছে সে অর্ণব নামেই বেশ পরিচিত। অর্ণব অবিরাম পথচলার মুহূর্ত গুলোকে বাক্সে বাক্সে বন্দি করে রেখেছে সময়ের তাড়নায়, কখনওবা একা বসে বসে রঙ তুলিতে একেছে দৃশ্যপট আবার আমাদের হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘের আকুতির গান গেয়েছে।
অর্ণবের শৈশব কেটেছে শান্তিনিকেতনে একজন চিত্রকলার ছাত্র হিসেবে । একদম গ্রামীণ জীবনের দৃশ্যপট আবার করা রোদের ঢাকা শহরের আবহ সব কিছুতেই সে ভাসাতে পেরেছে নিজেকে তার সাথে আমাদেরও।
শায়ান চৌধুরী অর্ণব, বাংলাদেশের একজন গুণী সঙ্গীত শিল্পী। সবার কাছে সে অর্ণব নামেই বেশ পরিচিত। অর্ণব অবিরাম পথচলার মুহূর্ত গুলোকে বাক্সে বাক্সে বন্দি করে রেখেছে সময়ের তাড়নায়, কখনওবা একা বসে বসে রঙ তুলিতে একেছে দৃশ্যপট আবার আমাদের হারিয়ে যাওয়া তুমুল কালো মেঘের আকুতির গান গেয়েছে। অর্ণবের শৈশব কেটেছে শান্তিনিকেতনে একজন চিত্রকলার ছাত্র হিসেবে । একদম গ্রামীণ জীবনের দৃশ্যপট আবার করা রোদের ঢাকা শহরের আবহ সব কিছুতেই সে ভাসাতে পেরেছে নিজেকে তার সাথে আমাদেরও।
Like
Love
10
0 Commentarii 0 Distribuiri 232 Views 0 previzualizare
Whatson Plus https://whatson.plus