১৬ডিসেম্বর ২০২০, দিনটি এমনিতেই স্পেশাল, আরো স্পেশাল হয়েছিলো, সেদিন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে উপস্থিত নেমেসিস ফ্যানদের কাছে।
কারণ ঐদিনই প্রিমিয়ার হয়েছিলো বহুল প্রতিক্ষিত গণজোয়ার এর মিউজিক ভিডিও। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। যে ভিডিওর শ্যুট হয়ে গেছিলো অফিসিয়াল অডিও রিলিজের আগেই। এরপর অপেক্ষা ৩বছরের।
১৬ডিসেম্বর ২০২০, ঘড়িতে তখন দুপুর ১টা বেজে ২৫মিনিট। তখনো নেমেসিস ছাড়া বাইরের কেউ ভেতরে ঢুকার জন্য এলাউ না কিন্তু নেমেসিস ফ্যান্স ক্লাবের অংশ হয়ে আমি ভেতরে ঢুকি। সাথে ছিলো আমাদের আরেক এডমিন।
একটু পর ভেতরে আসে নেমেসিসের সবাই। যথারীতি সাউন্ড চ্যাক করার জন্য প্রস্তুত। হটাৎ চোখ গেলো স্টেজের ব্যাকগ্রাউন্ডে, আরেহ এটা কি হচ্ছে? কি চলতেছে এটা? নেমেসিস এডভেঞ্চার হয়ে গেলো কবে??
প্রথম দেখাতে ঘোরের মধ্যে ছিলাম, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না বাংলাদেশও এমন ভিডিও সম্ভব তাও আবার আমার প্রিয় ব্যান্ডের কাছ থেকে। মনে হচ্ছিলো স্বপ্ন ঠিক তখনই আমাদের নেমেসিস ফ্যান্স ক্লাবের এডমিন জারার বলে এটাই হলো গণজোয়ার মিউজিক ভিডিও। আমরা দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে থাকায় ছিলাম অনেক্ক্ষণ আর ভাবতেছিলাম, আরেহ এটা কি বানাইলো।
শেষ হয় সাউন্ড চ্যাক৷ ক্রাউড ঢুকতে শুরু করে এরপর দৃশ্যপট বদলে গেলো, একে একে নেমেসিস ২১টা গান করলো এরপর সবার সামনে 'গণজোয়ার মিউজিক ভিডিও প্রিমিয়ার করে'। তখন সবার অনূভুতি উচ্ছাস ছিলো দেখার মতো যা লিখে প্রকাশ করার মতো না। এরপর ১৬জানুয়ারি ২০২০ নেমেসিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
Studio Bangi এর আগেও অসাধারণ একটা কাজ করেছিলো, নেমেসিসের এনথিম হিসেবে পরিচিত 'কবে' এর মিউজিক ভিডিওতে। গণজোয়ার মিউজিক ভিডিও করার মাধ্যমে দিলো নতুন মাত্রা। তাঁদের জন্য একটা করতালি হয়ে যাক, কি বলেন?? ধন্যবাদ Studio Bangi অসাধারণ কাজ।
নেমেসিসের কাছে প্রত্যেশাঃ
** খুব সম্ভববত এই বছরই রিলিজ হতে যাচ্ছে চতুর্থ অ্যালবাম। একজন ফ্যানবয় হিসেবে চাইবো যেনো এটা কন্টিনিউ থাকে কিংবা এটাকেও ছাড়িয়ে যায় এমন কিছুর জন্য। যতোদিন অপেক্ষা লাগে করতে প্রস্তুত।
Don't forget we are the ultimate fanboy
Take love Mighty NEMESIS long live ❤️🙌🏽
১৬ডিসেম্বর ২০২০, দিনটি এমনিতেই স্পেশাল, আরো স্পেশাল হয়েছিলো, সেদিন বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে উপস্থিত নেমেসিস ফ্যানদের কাছে। কারণ ঐদিনই প্রিমিয়ার হয়েছিলো বহুল প্রতিক্ষিত গণজোয়ার এর মিউজিক ভিডিও। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে। যে ভিডিওর শ্যুট হয়ে গেছিলো অফিসিয়াল অডিও রিলিজের আগেই। এরপর অপেক্ষা ৩বছরের। ১৬ডিসেম্বর ২০২০, ঘড়িতে তখন দুপুর ১টা বেজে ২৫মিনিট। তখনো নেমেসিস ছাড়া বাইরের কেউ ভেতরে ঢুকার জন্য এলাউ না কিন্তু নেমেসিস ফ্যান্স ক্লাবের অংশ হয়ে আমি ভেতরে ঢুকি। সাথে ছিলো আমাদের আরেক এডমিন। একটু পর ভেতরে আসে নেমেসিসের সবাই। যথারীতি সাউন্ড চ্যাক করার জন্য প্রস্তুত। হটাৎ চোখ গেলো স্টেজের ব্যাকগ্রাউন্ডে, আরেহ এটা কি হচ্ছে? কি চলতেছে এটা? নেমেসিস এডভেঞ্চার হয়ে গেলো কবে?? প্রথম দেখাতে ঘোরের মধ্যে ছিলাম, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না বাংলাদেশও এমন ভিডিও সম্ভব তাও আবার আমার প্রিয় ব্যান্ডের কাছ থেকে। মনে হচ্ছিলো স্বপ্ন ঠিক তখনই আমাদের নেমেসিস ফ্যান্স ক্লাবের এডমিন জারার বলে এটাই হলো গণজোয়ার মিউজিক ভিডিও। আমরা দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে থাকায় ছিলাম অনেক্ক্ষণ আর ভাবতেছিলাম, আরেহ এটা কি বানাইলো। শেষ হয় সাউন্ড চ্যাক৷ ক্রাউড ঢুকতে শুরু করে এরপর দৃশ্যপট বদলে গেলো, একে একে নেমেসিস ২১টা গান করলো এরপর সবার সামনে 'গণজোয়ার মিউজিক ভিডিও প্রিমিয়ার করে'। তখন সবার অনূভুতি উচ্ছাস ছিলো দেখার মতো যা লিখে প্রকাশ করার মতো না। এরপর ১৬জানুয়ারি ২০২০ নেমেসিসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। Studio Bangi এর আগেও অসাধারণ একটা কাজ করেছিলো, নেমেসিসের এনথিম হিসেবে পরিচিত 'কবে' এর মিউজিক ভিডিওতে। গণজোয়ার মিউজিক ভিডিও করার মাধ্যমে দিলো নতুন মাত্রা। তাঁদের জন্য একটা করতালি হয়ে যাক, কি বলেন?? ধন্যবাদ Studio Bangi অসাধারণ কাজ। নেমেসিসের কাছে প্রত্যেশাঃ ** খুব সম্ভববত এই বছরই রিলিজ হতে যাচ্ছে চতুর্থ অ্যালবাম। একজন ফ্যানবয় হিসেবে চাইবো যেনো এটা কন্টিনিউ থাকে কিংবা এটাকেও ছাড়িয়ে যায় এমন কিছুর জন্য। যতোদিন অপেক্ষা লাগে করতে প্রস্তুত। Don't forget we are the ultimate fanboy Take love Mighty NEMESIS long live ❤️🙌🏽
6
0 Comments 0 Shares