এমটিভি কোক স্টুডিওর ভারতীয় ও পাকিস্তানী শিল্পীদের সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছি আমরা বহুবার। এবার সেই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ! বাংলা ট্রিবিউন জানাচ্ছে, কোক স্টুডিও বাংলার গোপনেই শুটিং চলছে ঢাকায়। ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার, সায়ান চৌধুরী অর্ণব, মমতাজ, পান্থ কানাই, কণাসহ বেশ কয়েকজন। নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ এক খবর!
এমটিভি কোক স্টুডিওর ভারতীয় ও পাকিস্তানী শিল্পীদের সুরের মূর্ছনায় আচ্ছন্ন হয়েছি আমরা বহুবার। এবার সেই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ! বাংলা ট্রিবিউন জানাচ্ছে, কোক স্টুডিও বাংলার গোপনেই শুটিং চলছে ঢাকায়। ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার, সায়ান চৌধুরী অর্ণব, মমতাজ, পান্থ কানাই, কণাসহ বেশ কয়েকজন। নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ এক খবর!
Like
Love
5
0 Commentarios 0 Acciones 124 Views 0 Vista previa
Whatson Plus https://whatson.plus