আর্টসেল অনুরাগী মানেই একটি সাধারণ জিজ্ঞাসা “রূপক”। তার একটি অস্পষ্ট ছবি দেয়া আছে 'অন্য সময়' এ্যালবাম কাভারে, নিচের ছবিটি বোধহয় আগে কেউ কখনো সেভাবে দেখেননি। খুব কাছের কোন বন্ধু যখন চিরতরে হারিয়ে যায়, মৃত্যু নামক অমোঘ সত্যের প্রাচীর পেরিয়ে। তখন অনুভুতির দেয়াল অবশ হয়ে পড়ে থাকে। দূরের আকাশে তাকিয়ে শুধু খোঁজাই সার হয়। বধির চোখ দেখে না কিছুই। গানের শব্দে দুঃখেরা কেবল মিশে যায় রুপক হয়ে
২০ বছর আগে চট্টগ্রাম থেকে বেড়িয়ে ঢাকা ফেরত যাবার পর সেরেব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন রূপক। তার সাবলীল লিরিকের অভাব আর্টসেল কেনো, বোধহয় আমরা প্রত্যেকেই তার লেখা 'ভুল জন্ম', 'অদেখা স্বর্গ', 'পথচলা' শোনার সময়ে অনুভব করি।
তার অসমাপ্ত 'পথচলা' লিরিকটি সম্পূর্ণ করেছিলেন রূম্মান আহমেদ, এজন্যই 'আমি আজ নেই তবু' অংশ থেকে পথচলা গানটি আরেকটি গানের অংশ বলে বোধ হয়।
রূপকের আকস্মিক মৃত্যু তাদের ছোটবেলার বন্ধুত্বের মতই থমকে দিয়েছিল আর্টসেলকে। 'অবশ অনুভূতির দেয়াল', 'রূপক-একটি গান', 'স্মৃতিস্মারক' গানগুলো রূপকের স্মরণে রচিত। 'অন্য সময়' শিরোনামে আর্টসেলের প্রথম এলবামটি ব্যান্ড উৎসর্গ করে। তারপর একদিন যায় শূন্যতায়।
(সময়ের পথে আমাদের পথচলা কার আশায়, রূপকের মৃত্যু সবকিছু ভেঙে দেয়। রূপক দাঁড়িয়ে রয় অন্যসময়ে স্মৃতির চৌকাঠ পেড়িয়ে। হাত বাড়িয়ে আর যায় না ছোঁয়া, তবু সমস্ত অস্তিত্বের বিষণ্ণ বিরান দুপুর হয়ে পড়ে থাকে চেতনায়। এই গান, সুর, কোলাহল সব একদিন যার সাথে মিশে যেত সে আজ ঝাপসা চোখের দূর অতীত।
পথহারা আমরা ক'জন এখনও চেয়ে থাকি অসীম আকাশের সীমানায়, চেয়ে থাকি আমাদের ফেলে আসা পথে। কোনোদিন ভাবিনি অন্যসময়ের চৌকাঠে ওপারে রূপক আর এপারে পড়ে রবে রূপকহীন কবিতা গানের মৃত শরীর। আমাদের মনের গহন রুদ্ধতার দরজা খুলে তোকে উৎসর্গ করছি আমাদের সময়। সময়ের কোলাহল নির্জনতা তোর শরীর ছুঁয়ে আজ দাঁড়িয়ে থাকে আমাদের অন্যসময়)"।
প্রিয় রূপক,
উপারে ভালো থাকেন
আপনার পৃথিবী স্বর্গের মত চির অদেখা 💔
আর্টসেল অনুরাগী মানেই একটি সাধারণ জিজ্ঞাসা “রূপক”। তার একটি অস্পষ্ট ছবি দেয়া আছে 'অন্য সময়' এ্যালবাম কাভারে, নিচের ছবিটি বোধহয় আগে কেউ কখনো সেভাবে দেখেননি। খুব কাছের কোন বন্ধু যখন চিরতরে হারিয়ে যায়, মৃত্যু নামক অমোঘ সত্যের প্রাচীর পেরিয়ে। তখন অনুভুতির দেয়াল অবশ হয়ে পড়ে থাকে। দূরের আকাশে তাকিয়ে শুধু খোঁজাই সার হয়। বধির চোখ দেখে না কিছুই। গানের শব্দে দুঃখেরা কেবল মিশে যায় রুপক হয়ে ২০ বছর আগে চট্টগ্রাম থেকে বেড়িয়ে ঢাকা ফেরত যাবার পর সেরেব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন রূপক। তার সাবলীল লিরিকের অভাব আর্টসেল কেনো, বোধহয় আমরা প্রত্যেকেই তার লেখা 'ভুল জন্ম', 'অদেখা স্বর্গ', 'পথচলা' শোনার সময়ে অনুভব করি। তার অসমাপ্ত 'পথচলা' লিরিকটি সম্পূর্ণ করেছিলেন রূম্মান আহমেদ, এজন্যই 'আমি আজ নেই তবু' অংশ থেকে পথচলা গানটি আরেকটি গানের অংশ বলে বোধ হয়। রূপকের আকস্মিক মৃত্যু তাদের ছোটবেলার বন্ধুত্বের মতই থমকে দিয়েছিল আর্টসেলকে। 'অবশ অনুভূতির দেয়াল', 'রূপক-একটি গান', 'স্মৃতিস্মারক' গানগুলো রূপকের স্মরণে রচিত। 'অন্য সময়' শিরোনামে আর্টসেলের প্রথম এলবামটি ব্যান্ড উৎসর্গ করে। তারপর একদিন যায় শূন্যতায়। (সময়ের পথে আমাদের পথচলা কার আশায়, রূপকের মৃত্যু সবকিছু ভেঙে দেয়। রূপক দাঁড়িয়ে রয় অন্যসময়ে স্মৃতির চৌকাঠ পেড়িয়ে। হাত বাড়িয়ে আর যায় না ছোঁয়া, তবু সমস্ত অস্তিত্বের বিষণ্ণ বিরান দুপুর হয়ে পড়ে থাকে চেতনায়। এই গান, সুর, কোলাহল সব একদিন যার সাথে মিশে যেত সে আজ ঝাপসা চোখের দূর অতীত। পথহারা আমরা ক'জন এখনও চেয়ে থাকি অসীম আকাশের সীমানায়, চেয়ে থাকি আমাদের ফেলে আসা পথে। কোনোদিন ভাবিনি অন্যসময়ের চৌকাঠে ওপারে রূপক আর এপারে পড়ে রবে রূপকহীন কবিতা গানের মৃত শরীর। আমাদের মনের গহন রুদ্ধতার দরজা খুলে তোকে উৎসর্গ করছি আমাদের সময়। সময়ের কোলাহল নির্জনতা তোর শরীর ছুঁয়ে আজ দাঁড়িয়ে থাকে আমাদের অন্যসময়)"। প্রিয় রূপক, উপারে ভালো থাকেন আপনার পৃথিবী স্বর্গের মত চির অদেখা 💔
6
0 Commentaires 0 parts