যতোদিন লাল-নীল থাকবে, যতোদিন থাকবে মিথ্যা বন্ধু যতোদিন থাকবে নীলা, সুইটি, কিংবা ভালোবাসার কষ্ট, ততোদিন থাকবে আর্ক হাসান।
আমরা যাঁরা এই জেনারেশনে জন্মেছি তাঁদের অধিকাংশরই ব্যান্ড মিউজিক শুনা যাঁদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম একটা নাম হয়ে আছে - সাইদ হাসানুর রহমান। যা পরবর্তীতে (আর্ক হাসান) নামে বেশ পরিচিত লাভ করে।
আমার এখনো মনে আছে ছোট্টবেলায় যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমার মামার একটা ট্যাপ রের্কডার ছিলো, ঐটাই ছিলো তখনকার সময়ে আমাদের এলাকাতে সবচেয়ে বড় ট্যাপ রেকর্ডার। যেটা মালেশিয়া থেকে নিয়ে এসেছিলো।
ক্যাসেটের যুগ ছিলো, একগাদা সব ব্যান্ডের ক্যাসেট। যখন গানগুলো বাজতো তখন অনেকে দেখতে আসতো কি হচ্ছে এখানে। এভাবে শৈশব টা কেটেছে হাসানের গানে গানে।
হাসান ভাইয়ের অনুপ্রেরণা ছিলো কিংবদন্তি "মাইকেল জ্যাকসন"। মানুষের কণ্ঠ এতো মধুর হতে পারে বা এতো সুন্দর করে কীভাবে গায় এটাই তাড়িয়ে বেড়াতো মাইকেল জ্যাকসন কে দেখে। শুরুর দিকে ইংরেজি কাভার গান করতেন। পরে শুরু করেন বাংলা রক গান।
যতোদিন লাল-নীল থাকবে, যতোদিন থাকবে মিথ্যা বন্ধু যতোদিন থাকবে নীলা, সুইটি, কিংবা ভালোবাসার কষ্ট, ততোদিন থাকবে আর্ক হাসান। আমরা যাঁরা এই জেনারেশনে জন্মেছি তাঁদের অধিকাংশরই ব্যান্ড মিউজিক শুনা যাঁদের হাত ধরে, তাদের মধ্যে অন্যতম একটা নাম হয়ে আছে - সাইদ হাসানুর রহমান। যা পরবর্তীতে (আর্ক হাসান) নামে বেশ পরিচিত লাভ করে। আমার এখনো মনে আছে ছোট্টবেলায় যখন ক্লাস ফোরে পড়তাম তখন আমার মামার একটা ট্যাপ রের্কডার ছিলো, ঐটাই ছিলো তখনকার সময়ে আমাদের এলাকাতে সবচেয়ে বড় ট্যাপ রেকর্ডার। যেটা মালেশিয়া থেকে নিয়ে এসেছিলো। ক্যাসেটের যুগ ছিলো, একগাদা সব ব্যান্ডের ক্যাসেট। যখন গানগুলো বাজতো তখন অনেকে দেখতে আসতো কি হচ্ছে এখানে। এভাবে শৈশব টা কেটেছে হাসানের গানে গানে। হাসান ভাইয়ের অনুপ্রেরণা ছিলো কিংবদন্তি "মাইকেল জ্যাকসন"। মানুষের কণ্ঠ এতো মধুর হতে পারে বা এতো সুন্দর করে কীভাবে গায় এটাই তাড়িয়ে বেড়াতো মাইকেল জ্যাকসন কে দেখে। শুরুর দিকে ইংরেজি কাভার গান করতেন। পরে শুরু করেন বাংলা রক গান।
5
0 التعليقات 0 نشر