শুভ জন্মদিন বাংলাদেশ রক ব্যান্ড সঙ্গীতেরচিরসবুজ কন্ঠের অধিকারী 'সঞ্জয়'
ওয়ারফেজ এর প্রথম লাইনআপের ভোকালিষ্ট সঞ্জয় যার পুরো নাম সঞ্জয় কামরান রহমান। রক ব্যান্ড ওয়ারফেজ আজও জনপ্রিয়তার শীর্ষে থাকার পিছনে যার অবদান অপরিসীম।
ওয়ারফেজ এর দীর্ঘ পথচলায় যে কয়জন ভোকালিস্ট ছিলেন তার মাঝে সঞ্জয় এর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য যিনি ওয়ারফেজে ১৯৯০ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত প্রায় ১০ বছর ভোকালিষ্ট হিসেবে ছিলেন। এই ১০ বছরে সেলফ টাইটেল 'ওয়ারফেজ' 'অবাক ভালোবাসা' 'জীবনধারা' 'অসামাজিক' ৪টি অ্যালবাম প্রকাশ করে ওয়ারফেজ, এই ৪ অ্যালবামেই সঞ্জয় দিয়ে যান একটি ছেলে, কৈশোর , বসে আছি একা , নেই প্রয়োজন, অসামাজিক, বন্ধু, অশনি সংকেত , ধুপছায়া , পথচলার মত চিরসবুজ সব গান।
১৯৯৯ সালে ব্যক্তিগত কারনে সঞ্জয় ব্যান্ড ছেড়ে চলে যান। যা শুধু ওয়ারফেজ এর জন্য নয় পুরো ব্যান্ড সঙ্গীত শ্রোতাদের জন্য ছিলো বিরাট এক ধাক্কা।
লেখাঃ ধ্রুব
শুভ জন্মদিন বাংলাদেশ রক ব্যান্ড সঙ্গীতেরচিরসবুজ কন্ঠের অধিকারী 'সঞ্জয়' ওয়ারফেজ এর প্রথম লাইনআপের ভোকালিষ্ট সঞ্জয় যার পুরো নাম সঞ্জয় কামরান রহমান। রক ব্যান্ড ওয়ারফেজ আজও জনপ্রিয়তার শীর্ষে থাকার পিছনে যার অবদান অপরিসীম। ওয়ারফেজ এর দীর্ঘ পথচলায় যে কয়জন ভোকালিস্ট ছিলেন তার মাঝে সঞ্জয় এর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য যিনি ওয়ারফেজে ১৯৯০ সাল থেকে ১৯৯৯ পর্যন্ত প্রায় ১০ বছর ভোকালিষ্ট হিসেবে ছিলেন। এই ১০ বছরে সেলফ টাইটেল 'ওয়ারফেজ' 'অবাক ভালোবাসা' 'জীবনধারা' 'অসামাজিক' ৪টি অ্যালবাম প্রকাশ করে ওয়ারফেজ, এই ৪ অ্যালবামেই সঞ্জয় দিয়ে যান একটি ছেলে, কৈশোর , বসে আছি একা , নেই প্রয়োজন, অসামাজিক, বন্ধু, অশনি সংকেত , ধুপছায়া , পথচলার মত চিরসবুজ সব গান। ১৯৯৯ সালে ব্যক্তিগত কারনে সঞ্জয় ব্যান্ড ছেড়ে চলে যান। যা শুধু ওয়ারফেজ এর জন্য নয় পুরো ব্যান্ড সঙ্গীত শ্রোতাদের জন্য ছিলো বিরাট এক ধাক্কা। লেখাঃ ধ্রুব
7
0 Comentários 1 Compartilhamentos