দি সুইটজারল্যান্ড সং-যাযাবর - এটা একটা ডকুসং, মানে ভ্রমনকে কেন্দ্র করে ডকুমেন্ট্রি+গান। চিরকুট সব সময় নানামূখী ক্রিয়েটিভ উপায়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করে এসেছে। এটাও তারই একটা ছোট্ট প্রয়াস।
চিরকুট বাংলা গান নিয়ে বহু বছর ধরে পৃথিবীর নানা দেশ, নানা প্রান্ত ঘুরে বেড়ায়। তারই ধারাবাহিকতায় সুমী আপু বিশ্বের বৃহত্তম মিউজিক কনফারেন্স “ওম্যাক্স” -এ অংশ নিতে গত অক্টোবরে ইউরোপ যান।
সেখানে সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ফ্রান্স ঘুরে শত ব্যস্ততার মধ্যেও চারটি দেশ-এর অভিজ্ঞতা নিয়ে, সেখানেই চারটি গান তৈরি করেন আপনাদের জন্য। আমাদের গানে জায়গাগুলোর সাথে নতুন করে আপনাদের পরিচয় ঘটবে। এটাই আমাদের স্বার্থকতা।
আল্পস পর্বতমালা, মন্ট ব্ল্যাঙ্কের চূড়া, ফ্রেডি মার্কারি আর চার্লি চ্যাপলিনের ভেভে শহর, ইন্টারলেকেন, বার্ন, বিয়েল আর জেনেভার চাঁদ, রোলেক্স আর চকলেট-বাতাসের গন্ধ পাবেন এই গানে।
ভ্রমনপিপাসুরা থাকলে আওয়াজ দিন ✈️🚗🏝🛤🏍🛳
দি সুইটজারল্যান্ড সং-যাযাবর - এটা একটা ডকুসং, মানে ভ্রমনকে কেন্দ্র করে ডকুমেন্ট্রি+গান। চিরকুট সব সময় নানামূখী ক্রিয়েটিভ উপায়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করে এসেছে। এটাও তারই একটা ছোট্ট প্রয়াস। চিরকুট বাংলা গান নিয়ে বহু বছর ধরে পৃথিবীর নানা দেশ, নানা প্রান্ত ঘুরে বেড়ায়। তারই ধারাবাহিকতায় সুমী আপু বিশ্বের বৃহত্তম মিউজিক কনফারেন্স “ওম্যাক্স” -এ অংশ নিতে গত অক্টোবরে ইউরোপ যান। সেখানে সুইজারল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস এবং ফ্রান্স ঘুরে শত ব্যস্ততার মধ্যেও চারটি দেশ-এর অভিজ্ঞতা নিয়ে, সেখানেই চারটি গান তৈরি করেন আপনাদের জন্য। আমাদের গানে জায়গাগুলোর সাথে নতুন করে আপনাদের পরিচয় ঘটবে। এটাই আমাদের স্বার্থকতা। আল্পস পর্বতমালা, মন্ট ব্ল্যাঙ্কের চূড়া, ফ্রেডি মার্কারি আর চার্লি চ্যাপলিনের ভেভে শহর, ইন্টারলেকেন, বার্ন, বিয়েল আর জেনেভার চাঁদ, রোলেক্স আর চকলেট-বাতাসের গন্ধ পাবেন এই গানে। ভ্রমনপিপাসুরা থাকলে আওয়াজ দিন ✈️🚗🏝🛤🏍🛳
6
1 0 Comments 0 Shares