দ্যা ট্রি চট্টগ্রামের খুব প্রতিভাবন একটা ব্যান্ড। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের গন্ডি পেরিয়ে এখন পুরো বাংলাদেশের ব্যান্ড। তাদের গান ইচ্ছের আকাশ, অন্য আলোয়, নীলে আবার আমি, আরো অসংখ্য গান আজ সবার মুখে মুখে।

স্টেজেও দারুণ পারফর্ম করে এই ব্যান্ডটা। সেটা তারা বারবার প্রমাণ করে যাচ্ছে। বাংলা গানের পাশাপাশি বিদেশি রক ব্যান্ডের গান ও দারুণ কাভার করে ব্যান্ড টা।

দ্যা ট্রির জন্য সবমসময় শুভকামনা। তাঁরা নিজেদের আরো ছাড়িয়ে যাক এটাই প্রত্যেশা। দ্যা ট্রির কাছে আপনাদের প্রত্যেশা কেমন, আমাদের কমেন্ট করে জানান।
দ্যা ট্রি চট্টগ্রামের খুব প্রতিভাবন একটা ব্যান্ড। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের গন্ডি পেরিয়ে এখন পুরো বাংলাদেশের ব্যান্ড। তাদের গান ইচ্ছের আকাশ, অন্য আলোয়, নীলে আবার আমি, আরো অসংখ্য গান আজ সবার মুখে মুখে। স্টেজেও দারুণ পারফর্ম করে এই ব্যান্ডটা। সেটা তারা বারবার প্রমাণ করে যাচ্ছে। বাংলা গানের পাশাপাশি বিদেশি রক ব্যান্ডের গান ও দারুণ কাভার করে ব্যান্ড টা। দ্যা ট্রির জন্য সবমসময় শুভকামনা। তাঁরা নিজেদের আরো ছাড়িয়ে যাক এটাই প্রত্যেশা। দ্যা ট্রির কাছে আপনাদের প্রত্যেশা কেমন, আমাদের কমেন্ট করে জানান।
Like
Love
10
0 Commentarios 0 Acciones 38 Views 0 Vista previa
Whatson Plus https://whatson.plus