বাংলাদেশ ব্যান্ড মিউজিকে অন্যতম প্রতিভাবান একজন মিউজিসিয়ান, পাশাপাশি একজন দারুণ অভিনেতা ও।

স্বাধীনতার ঠিক পরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া 'সুরেলা' নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে....পরবর্তী ১৯৭৩ সালে ব্যান্ডটির নাম বদলে 'সোলস' দেয়া হয়। বাংলাদেশের পুরানো অন্যতম এই জনপ্রিয় ব্যান্ডের ভোকালিস্ট তিনি ।

পার্থ বড়ুয়া বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক উজ্জ্বলতম নক্ষত্র, খুব অল্প বয়সেই তিনি সংগীত চর্চা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি 'ম্যাসেজ' র সদস্য ছিলেন....গিটার,বোর্ড বাজানো শিখতেন পাশাপাশি স্টেজ শো করতেন।

পরবর্তী ১৯৮৮ সালে পার্থ বড়ুয়া তার ব্যান্ড 'ম্যাসেজ' ছেড়ে প্রয়াত আইয়ুব বাচ্চুর হাত ধরে 'সোলস' এ যোগদান করেন। ১৯৮৯ সালে সোলস ব্যান্ডের সাথে তার প্রথম সংগীত অ্যালবাম 'ব্যান্ড মিক্সড অ্যালবাম' প্রকাশের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ।

এরপর শুরু করলেন নতুন অ্যালবাম নিয়ে কাজ। ১৯৯২ সালে সোলস এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত করেন 'এ এমন পরিচয়' অ্যালবামটি....এই অ্যালবামের 'এ কেমন পরিচয়, কেউ নেই করিডোরে, এই তো সেদিন, কেন এমন হলো, ভালোবাসি ঐ সবুজ' যা স্রোতাদের কাছে সোনালি স্মৃতি হয়ে আছে আজো।

এরপর ৯৪' সালে বিটিভির গীতিবিচিত্রার জন্য করা 'কেন এই নিঃসঙ্গতা' গানটির ব্যাপক জনপ্রিয়তা পার্থ বড়ুয়া কে শ্রোতাদের নিকট দারুণ জনপ্রিয়তা এনে দেই....একই গানে "আজ দিন কাটুক গানে' মেলোডিয়াস অ্যালবামটিও হিট বনে যায় । এরপর একেএকে উপহার দিলেন অসময়ের গান , মুখরিত জীবন , তারার উঠোনে, টু-লেট, ঝুট ঝামেলা, জ্যাম'র শ্রোতাপ্রিয় সব অ্যালবাম ।

লিখা - Arnob Khan from Bangladeshi Band Music Fans Community™ - BBMFC See less
বাংলাদেশ ব্যান্ড মিউজিকে অন্যতম প্রতিভাবান একজন মিউজিসিয়ান, পাশাপাশি একজন দারুণ অভিনেতা ও। স্বাধীনতার ঠিক পরে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়া 'সুরেলা' নামক একটি ব্যান্ড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামে....পরবর্তী ১৯৭৩ সালে ব্যান্ডটির নাম বদলে 'সোলস' দেয়া হয়। বাংলাদেশের পুরানো অন্যতম এই জনপ্রিয় ব্যান্ডের ভোকালিস্ট তিনি । পার্থ বড়ুয়া বাংলাদেশের ব্যান্ড সংগীতের এক উজ্জ্বলতম নক্ষত্র, খুব অল্প বয়সেই তিনি সংগীত চর্চা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি 'ম্যাসেজ' র সদস্য ছিলেন....গিটার,বোর্ড বাজানো শিখতেন পাশাপাশি স্টেজ শো করতেন। পরবর্তী ১৯৮৮ সালে পার্থ বড়ুয়া তার ব্যান্ড 'ম্যাসেজ' ছেড়ে প্রয়াত আইয়ুব বাচ্চুর হাত ধরে 'সোলস' এ যোগদান করেন। ১৯৮৯ সালে সোলস ব্যান্ডের সাথে তার প্রথম সংগীত অ্যালবাম 'ব্যান্ড মিক্সড অ্যালবাম' প্রকাশের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন । এরপর শুরু করলেন নতুন অ্যালবাম নিয়ে কাজ। ১৯৯২ সালে সোলস এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত করেন 'এ এমন পরিচয়' অ্যালবামটি....এই অ্যালবামের 'এ কেমন পরিচয়, কেউ নেই করিডোরে, এই তো সেদিন, কেন এমন হলো, ভালোবাসি ঐ সবুজ' যা স্রোতাদের কাছে সোনালি স্মৃতি হয়ে আছে আজো। এরপর ৯৪' সালে বিটিভির গীতিবিচিত্রার জন্য করা 'কেন এই নিঃসঙ্গতা' গানটির ব্যাপক জনপ্রিয়তা পার্থ বড়ুয়া কে শ্রোতাদের নিকট দারুণ জনপ্রিয়তা এনে দেই....একই গানে "আজ দিন কাটুক গানে' মেলোডিয়াস অ্যালবামটিও হিট বনে যায় । এরপর একেএকে উপহার দিলেন অসময়ের গান , মুখরিত জীবন , তারার উঠোনে, টু-লেট, ঝুট ঝামেলা, জ্যাম'র শ্রোতাপ্রিয় সব অ্যালবাম । লিখা - Arnob Khan from Bangladeshi Band Music Fans Community™ - BBMFC See less
7
0 Commentarii 0 Distribuiri