ডি রকস্টারের মতো একটা শো যেখানে চার কোটি টাকা খরচ করে একটা ব্যান্ড কে একটা প্লাটফর্ম দেওয়া হইছে।সুমন ভাই হয়তো চার থেকে পাঁচ লাখ টাকার বিরিয়ানি খাওয়াইয়া এর থেকে বেশি অ্যাটলিস্ট ৪০ টা ব্যান্ড কে তৈরি করছে।
অর্থহীন থেকে বেরিয়ে আসার পরে রাফা একটা ইন্টারভিউ তে বেজবাবা সুমনের সম্পর্কে কথাগুলো উল্লেখ করেন।
বাংলা ব্যান্ড মিউজিকে বেজবাবা সুমনের অবদান বাংলা ব্যান্ড মিউজিক কে আজীবন ঋণী করে রেখেছে।
নিঃসন্দেহে এখন বাংলা ব্যান্ড মিউজিকের সুন্দর সময় যাচ্ছে,অর্থহীনের কামব্যাক ব্যান্ড মিউজিকের চিত্র অনেকটা পালটে দিছে।অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা,অমনি পালটে গেলো বাংলা ব্যান্ডের দৃশ্যপট।
যখন থেকে অর্থহীনের সৃষ্টি গুলো শুনছি তখন থেকে মনে মনে একটা সুপ্ত বাসনা জমা হয়ে রইছে একদিন এক মুহুর্তের জন্য হলেও কোনো কনসার্টে একসাথে গলা ছেড়ে 'এপিটাফ' গাইবো।
আজ জন্মদিন তার,ভীষণ ভালোবাসি এই মানুষটাকে।🖤
ডি রকস্টারের মতো একটা শো যেখানে চার কোটি টাকা খরচ করে একটা ব্যান্ড কে একটা প্লাটফর্ম দেওয়া হইছে।সুমন ভাই হয়তো চার থেকে পাঁচ লাখ টাকার বিরিয়ানি খাওয়াইয়া এর থেকে বেশি অ্যাটলিস্ট ৪০ টা ব্যান্ড কে তৈরি করছে। অর্থহীন থেকে বেরিয়ে আসার পরে রাফা একটা ইন্টারভিউ তে বেজবাবা সুমনের সম্পর্কে কথাগুলো উল্লেখ করেন। বাংলা ব্যান্ড মিউজিকে বেজবাবা সুমনের অবদান বাংলা ব্যান্ড মিউজিক কে আজীবন ঋণী করে রেখেছে। নিঃসন্দেহে এখন বাংলা ব্যান্ড মিউজিকের সুন্দর সময় যাচ্ছে,অর্থহীনের কামব্যাক ব্যান্ড মিউজিকের চিত্র অনেকটা পালটে দিছে।অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা,অমনি পালটে গেলো বাংলা ব্যান্ডের দৃশ্যপট। যখন থেকে অর্থহীনের সৃষ্টি গুলো শুনছি তখন থেকে মনে মনে একটা সুপ্ত বাসনা জমা হয়ে রইছে একদিন এক মুহুর্তের জন্য হলেও কোনো কনসার্টে একসাথে গলা ছেড়ে 'এপিটাফ' গাইবো। আজ জন্মদিন তার,ভীষণ ভালোবাসি এই মানুষটাকে।🖤
5
0 Comments 0 Shares