জি-সিরিজের ব্যানারে 'অনাগত' গানটাতে কাজ করেছেন, তিনজন দারুণ মানুষ, শ্রদ্বেয় প্রিন্স মাহমুদ স্যার, তুহিন ভাই এবং আরেক প্রতিভাবন মানুষ, সাজিদ সরকার ভাই। পাশাপাশি গিটারিস্ট হিসাবে ছিলেন, আহনাফ খান অনিক।
গানটা অদ্ভুত রকমের সুন্দর হয়েছে, নানা ব্যস্ততায় এতোদিন গানটা আমার শোনা হয়নি। এতোদিনের ব্যস্ততায় কাল রাতে হটাৎ বিষন্ন অনুভব করতেছিলাম, তখন ভাবলাম এই গানটা এখন শোনা যাক। গানটা শুনে মনটা আরো ভার হয়ে গেলো, গানের লিরিক আর মিউজিক ভিডিওটার জন্য।
বেশ কয়েকবার মিউজিক ভিডিওটায় কি বুঝাতে চেয়েছে আমি সেটা বুঝার চেষ্টা করেছি। সেখান থেকে আমার ছোট মস্তিষ্কে যা এসেছে তা হলো - একটি ছেলে ছিলো, যে ছেলেটাকে মেয়েটা খুব কাছের মনে করতো কিন্তু একটা সময় মেয়েটাকে ছেলেটা ছেড়ে যায় কিন্তু রেখে যায় 'অনাগত' একজনকে।
এই অনাগত একজনকে নিয়ে মেয়েটা নতুনভাবে শুরু করার চেষ্টা করতে থাকে কিন্তু একটা সময় একা একা হাঁপিয়ে ওঠে তখন মিউজিক ভিডিওটায় দেখা যায়, ছায়ামূর্তি হয়ে একজন মেয়েটার পাশে এসে দাঁড়ালো। তখনই ভূমিষ্ট হলো পৃথিবীর বুকে পবিত্র এক ফুল।
অসম্ভব সুন্দর গুছানো একটি কনসেপ্ট, খুব ভালো লাগলো। এই কনসেপ্ট টা বহু মেয়ের জীবনের সাথে সাদৃশ্য। খুব সহজে কত কিছু বুঝিয়ে দিলেন সুরে সুরে, অসাধারণ।
প্রিন্স মাহমুদ স্যার, সাজিদ সরকার ভাই, তুহিন ভাই এবং গানটার সাথে যাঁরা যাঁরা সংলিষ্ট ছিলেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা এবং শ্রদ্বা থাকলো।
গান: https://youtu.be/SeWfAjc7Ez4
লিখা: Mizanur Rahman Niloy (BBMFC)
জি-সিরিজের ব্যানারে 'অনাগত' গানটাতে কাজ করেছেন, তিনজন দারুণ মানুষ, শ্রদ্বেয় প্রিন্স মাহমুদ স্যার, তুহিন ভাই এবং আরেক প্রতিভাবন মানুষ, সাজিদ সরকার ভাই। পাশাপাশি গিটারিস্ট হিসাবে ছিলেন, আহনাফ খান অনিক। গানটা অদ্ভুত রকমের সুন্দর হয়েছে, নানা ব্যস্ততায় এতোদিন গানটা আমার শোনা হয়নি। এতোদিনের ব্যস্ততায় কাল রাতে হটাৎ বিষন্ন অনুভব করতেছিলাম, তখন ভাবলাম এই গানটা এখন শোনা যাক। গানটা শুনে মনটা আরো ভার হয়ে গেলো, গানের লিরিক আর মিউজিক ভিডিওটার জন্য। বেশ কয়েকবার মিউজিক ভিডিওটায় কি বুঝাতে চেয়েছে আমি সেটা বুঝার চেষ্টা করেছি। সেখান থেকে আমার ছোট মস্তিষ্কে যা এসেছে তা হলো - একটি ছেলে ছিলো, যে ছেলেটাকে মেয়েটা খুব কাছের মনে করতো কিন্তু একটা সময় মেয়েটাকে ছেলেটা ছেড়ে যায় কিন্তু রেখে যায় 'অনাগত' একজনকে। এই অনাগত একজনকে নিয়ে মেয়েটা নতুনভাবে শুরু করার চেষ্টা করতে থাকে কিন্তু একটা সময় একা একা হাঁপিয়ে ওঠে তখন মিউজিক ভিডিওটায় দেখা যায়, ছায়ামূর্তি হয়ে একজন মেয়েটার পাশে এসে দাঁড়ালো। তখনই ভূমিষ্ট হলো পৃথিবীর বুকে পবিত্র এক ফুল। অসম্ভব সুন্দর গুছানো একটি কনসেপ্ট, খুব ভালো লাগলো। এই কনসেপ্ট টা বহু মেয়ের জীবনের সাথে সাদৃশ্য। খুব সহজে কত কিছু বুঝিয়ে দিলেন সুরে সুরে, অসাধারণ। প্রিন্স মাহমুদ স্যার, সাজিদ সরকার ভাই, তুহিন ভাই এবং গানটার সাথে যাঁরা যাঁরা সংলিষ্ট ছিলেন, সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা এবং শ্রদ্বা থাকলো। গান: https://youtu.be/SeWfAjc7Ez4 লিখা: Mizanur Rahman Niloy (BBMFC)
3
0 Kommentare 0 Anteile