সাদিয়া রহমান (সঞ্চিতা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৯-২০ সেশনের (১ম বর্ষ) ছাত্রী।
সাদিয়া মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
প্রায় দু'বছর আগে ব্লাড ক্যান্সার(Acute Lymphoblastic Leukemia ) ধরা পড়ে। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়। প্রথমবার চিকিৎসা করতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছিল। চিকিৎসার জন্য মধ্যবিত্ত সাদিয়ার পরিবার অর্থ জোগাড় করতে জমি বিক্রি করে। সেই সাথে জমানো টাকাও সাদিয়ার চিকিৎসার পেছনে ব্যয় করে। এরপর মাস খানেক আগে সাদিয়ার দ্বিতীয়বার ক্যান্সার ধরা পরে। বর্তমানে সাদিয়া ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্ভাব্য চিকিৎসা ব্যয় ধরা হয়েছে ৭০-৮০ লাখ টাকা। চিকিৎসকরা জানিয়েছেন, আগের ভুল চিকিৎসা এবং "Bone Marrow Transplantation" এর জন্য চিকিৎসা ব্যায় কয়েক গুন বেড়ে গেছে। সরকারি ভাবে "Bone Marrow transplantation" সম্ভব না।
মধ্যবিত্ত সাদিয়ার পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয়ভার একা বহন করা সম্ভব হয় উঠছেনা। তাই, সাদিয়ার সু-চিকিৎসার জন্য আপনাদের সাহায্য অত্যন্ত প্রয়োজন। এরই প্রেক্ষিতে, আমরা! সাদিয়ার ব্যাচের বন্ধুদের একত্রিত উদ্যোগে আগামী ৬ জানুয়ারী, ২০২২ তারিখে একটি unplug মিউজিক্যাল অনুষ্ঠান ও stand up comedy এর আয়োজন করেছি। অনুষ্ঠানে আমাদের সকলের পছন্দের কিছু মিউজিশিয়ান ও কমেডিয়ানরা থাকবেন। এই অনুষ্ঠানের পুরো অর্থই যাবে সাদিয়ার চিকিৎসার জন্য।
আশা করি, আপনারা সবাই নির্ধারিত সময়ের আসবেন এবং আমাদের অনুষ্ঠান উপোভোগ করবেন। এর পাশাপাশি সবাই নিজ নিজ জায়গা থেকে সাদিয়াকে সাহায্য করবেন। ইন-শা-আল্লাহ আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টায় আমরা আবার সাদিয়াকে আমাদের মাঝে সুস্থ-সবল ভাবে ফিরিয়ে আনতে সক্ষম হবো।
ইভেন্টে মিউজিশিয়ান/ব্যান্ড/কমেডিয়ান থাকছেন:
------------------------------
(Stand Up Comedy)
1.Rezoan
2.Sayeed Shuvo
------------------------------
(Bands & Musician)
1.Aseer Arman
2.Elin & Beyond
3.Shuvo Sultan
4.Cyanide
5.Sporsho
6.Razeeb
7.Reversion
8.Envenom
9.Enharmonic
------------------------------
সাদিয়ার জন্য সাহায্য পাঠানোর মাধ্যম :
বিকাশ (সাদিব) : 01634378668
বিকাশ (স্বপ্ন) : 01826534662
নগদ (জামি) : 01705006499
(রেফারেন্সে "সাদিয়া/sadia" লিখে দেওয়ার অনুরোধ রইলো। )
সাদিয়া রহমান (সঞ্চিতা), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৯-২০ সেশনের (১ম বর্ষ) ছাত্রী। সাদিয়া মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রায় দু'বছর আগে ব্লাড ক্যান্সার(Acute Lymphoblastic Leukemia ) ধরা পড়ে। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়। প্রথমবার চিকিৎসা করতে প্রায় ২০ লাখ টাকা খরচ হয়েছিল। চিকিৎসার জন্য মধ্যবিত্ত সাদিয়ার পরিবার অর্থ জোগাড় করতে জমি বিক্রি করে। সেই সাথে জমানো টাকাও সাদিয়ার চিকিৎসার পেছনে ব্যয় করে। এরপর মাস খানেক আগে সাদিয়ার দ্বিতীয়বার ক্যান্সার ধরা পরে। বর্তমানে সাদিয়া ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্ভাব্য চিকিৎসা ব্যয় ধরা হয়েছে ৭০-৮০ লাখ টাকা। চিকিৎসকরা জানিয়েছেন, আগের ভুল চিকিৎসা এবং "Bone Marrow Transplantation" এর জন্য চিকিৎসা ব্যায় কয়েক গুন বেড়ে গেছে। সরকারি ভাবে "Bone Marrow transplantation" সম্ভব না। মধ্যবিত্ত সাদিয়ার পরিবারের পক্ষে চিকিৎসার এই ব্যয়ভার একা বহন করা সম্ভব হয় উঠছেনা। তাই, সাদিয়ার সু-চিকিৎসার জন্য আপনাদের সাহায্য অত্যন্ত প্রয়োজন। এরই প্রেক্ষিতে, আমরা! সাদিয়ার ব্যাচের বন্ধুদের একত্রিত উদ্যোগে আগামী ৬ জানুয়ারী, ২০২২ তারিখে একটি unplug মিউজিক্যাল অনুষ্ঠান ও stand up comedy এর আয়োজন করেছি। অনুষ্ঠানে আমাদের সকলের পছন্দের কিছু মিউজিশিয়ান ও কমেডিয়ানরা থাকবেন। এই অনুষ্ঠানের পুরো অর্থই যাবে সাদিয়ার চিকিৎসার জন্য। আশা করি, আপনারা সবাই নির্ধারিত সময়ের আসবেন এবং আমাদের অনুষ্ঠান উপোভোগ করবেন। এর পাশাপাশি সবাই নিজ নিজ জায়গা থেকে সাদিয়াকে সাহায্য করবেন। ইন-শা-আল্লাহ আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টায় আমরা আবার সাদিয়াকে আমাদের মাঝে সুস্থ-সবল ভাবে ফিরিয়ে আনতে সক্ষম হবো। ইভেন্টে মিউজিশিয়ান/ব্যান্ড/কমেডিয়ান থাকছেন: ------------------------------ (Stand Up Comedy) 1.Rezoan 2.Sayeed Shuvo ------------------------------ (Bands & Musician) 1.Aseer Arman 2.Elin & Beyond 3.Shuvo Sultan 4.Cyanide 5.Sporsho 6.Razeeb 7.Reversion 8.Envenom 9.Enharmonic ------------------------------ সাদিয়ার জন্য সাহায্য পাঠানোর মাধ্যম : বিকাশ (সাদিব) : 01634378668 বিকাশ (স্বপ্ন) : 01826534662 নগদ (জামি) : 01705006499 (রেফারেন্সে "সাদিয়া/sadia" লিখে দেওয়ার অনুরোধ রইলো। )
4
0 التعليقات 0 نشر