বেজবাবা সুমন ভাইয়ের জন্মদিনে, আমাদের সবার পরিচিত মুখদের শুভেচ্ছার একাংশ। আর কি লিখবো ভাবতেই মনে পড়লো তবে এভাবেও ফিরে আসা যায়, জলডুমুরের পাতায় যেমন কাঁচপোকা ফেরে, গাঢ় আঁধারে ফেরে লক্ষীপেঁচা, আর সুমন ভাই ফিরেছেন ফিনিক্স পাখির মতো।
বিগত কয়েক বছরের কিছু দুঃসহ স্মৃতি চারণে অবিশ্বাস্য মনে হলেও, দিনশেষে এটাই সত্য যে তিনি ফিরেছেন, শুধু যে ফিরেছেন সেটা না, তিনি চট্টগ্রাম মাতিয়ে গেছেন, ঢাকা মাতিয়েছেন৷ চোখে আঙুল দিয়ে যেনো দেখালেন, হারার আগে, হার মেনে নেওয়া মানেই হলো হেরে যাওয়া।
উনার ফেরা সবার কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, উনার মানসিক শক্তি সবার জন্য লেসন হয়ে থাকবে। শুভ জন্মদিন প্রিয় সুমন ভাই, আপনি সবসময় ভালো থাকুন, সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক। শুভ জন্মদিন।
বিগত কয়েক বছরের কিছু দুঃসহ স্মৃতি চারণে অবিশ্বাস্য মনে হলেও, দিনশেষে এটাই সত্য যে তিনি ফিরেছেন, শুধু যে ফিরেছেন সেটা না, তিনি চট্টগ্রাম মাতিয়ে গেছেন, ঢাকা মাতিয়েছেন৷ চোখে আঙুল দিয়ে যেনো দেখালেন, হারার আগে, হার মেনে নেওয়া মানেই হলো হেরে যাওয়া।
উনার ফেরা সবার কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, উনার মানসিক শক্তি সবার জন্য লেসন হয়ে থাকবে। শুভ জন্মদিন প্রিয় সুমন ভাই, আপনি সবসময় ভালো থাকুন, সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক। শুভ জন্মদিন।
বেজবাবা সুমন ভাইয়ের জন্মদিনে, আমাদের সবার পরিচিত মুখদের শুভেচ্ছার একাংশ। আর কি লিখবো ভাবতেই মনে পড়লো তবে এভাবেও ফিরে আসা যায়, জলডুমুরের পাতায় যেমন কাঁচপোকা ফেরে, গাঢ় আঁধারে ফেরে লক্ষীপেঁচা, আর সুমন ভাই ফিরেছেন ফিনিক্স পাখির মতো।
বিগত কয়েক বছরের কিছু দুঃসহ স্মৃতি চারণে অবিশ্বাস্য মনে হলেও, দিনশেষে এটাই সত্য যে তিনি ফিরেছেন, শুধু যে ফিরেছেন সেটা না, তিনি চট্টগ্রাম মাতিয়ে গেছেন, ঢাকা মাতিয়েছেন৷ চোখে আঙুল দিয়ে যেনো দেখালেন, হারার আগে, হার মেনে নেওয়া মানেই হলো হেরে যাওয়া।
উনার ফেরা সবার কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে, উনার মানসিক শক্তি সবার জন্য লেসন হয়ে থাকবে। শুভ জন্মদিন প্রিয় সুমন ভাই, আপনি সবসময় ভালো থাকুন, সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক। শুভ জন্মদিন।