অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে আগ্রহীরা প্রায়ই খোঁজেন ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া। এই বাজেটের মধ্যে শুরু করা যায় এমন অনেক ক্ষুদ্র ব্যবসা রয়েছে যা ধীরে ধীরে লাভজনক হতে পারে। যেমন—চা-নাস্তার দোকান, মোবাইল রিচার্জ, ফাস্টফুড বিক্রি, কলম বা খাতা বিক্রি, হাতের কাজের সামগ্রী, ফটোস্ট্যাট ও প্রিন্ট সার্ভিস, ফেইসবুক পেইজ ভিত্তিক পণ্য বিক্রি, ব্যবহার করা মোবাইল এক্সেসরিজ, অনলাইন হোম ডেলিভারি ইত্যাদি। অনেকেই নিজ বাড়ি থেকেই শুরু করেন কেক বানানো, কাপড় বিক্রি বা হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা। এছাড়া টিফিন সার্ভিস, কোচিং সেন্টার ও ফুল বিক্রিও লাভজনক হতে পারে।
التحديثات الأخيرة
-
0 التعليقات 0 المشاركات 7 مشاهدة 0 معاينةالرجاء تسجيل الدخول , للأعجاب والمشاركة والتعليق على هذا!
المزيد من المنشورات